নিউজডেস্ক :
উত্তর দিনাজপুরের অসুরাগর বাসস্ট্যান্ড এলাকায় আজ ভোররাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জাতীয় সড়কের ধারের একটি দোকানের সরু গলি থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা দমকলকে খবর দেন। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
কোনও প্রাণহানির খবর না মিললেও কয়েকটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক।