প্রতিবছরের মতো এ বছরও ইসলামপুর শহরের ভেরভেড়ি পুকুরে প্রায় দশ হাজার পাখির ঝাঁক এসে পৌঁছল এবং এই পাখি দেখতে ই বিভিন্ন এলাকার মানুষ এসে ভির জমাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ২৫ বছর ধরে এই পাখি আসছে তবে শীত আসলে এই পাখি আসে আবার গরমের সময় চলে যায় স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন এই পাখির অবিকুল হাস এর মতই দেখতে তবে কেউ আবার বলছে এই পাখি বিদেশ থেকে এসেছে শীত আসলে আসে আবার শীত শেষ হলে চলে যায় তবে বনদপ্তরের আধিকারীরা এ বিষয়ে কিছুই জানেনা প্রায় ২৫ বছর ধরে এই পাখি আসে তবে পুকুরের মালিক ভগত মন্ডল জানিয়েছেন সবে পাখি আসা শুরু হয়েছে। যতই শীত বাড়বে এই পাখি ততই আসবে এবং বিরল প্রজাতির বিভিন্ন রকম পাখিও আসে তবে ইসলামপুর শহরের বাসিন্দারা এই পাখি দেখতে ভিড় জমাচ্ছেন।