ইসলামপুর শহরের বিভিন্ন স্কুলে আজ উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেওয়া হলো ছাত্র-ছাত্রীদের হাতে। ইসলামপুর হাই স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল, ইসলামপুর ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ সহ মিলন পল্লী হাই স্কুল সহ একাধিক স্কুলে আজ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের সার্টিফিকেট ও রেজাল্ট।
অরুনিমা বণিক এবছর ইসলামপুর গার্লস হাইস্কুলে ৪৭৯ নম্বর পেয়েছে।
ইসলামপুর হাই স্কুলের ছাত্র প্রিয়াংশু ভাওয়াল ৪৭৩ নম্বর পেয়েছে।
অরুনিমা চায় সে ডাক্তার হতে। অপরদিকে প্রিয়াংশু চায় অধ্যাপক হতে।
তাদের এই প্রাপ্ত নম্বরে স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই খুশি।ইসলামপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা বলেন, অরুনিমা থেকে আশা ছিল কারণ সে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছিল রাজ্যে।
তবে তার এই রেজাল্টেও যথেষ্ট খুশি আমরা।