পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উঠলো।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালিকাপুর এলাকায়।জানা যায় কালিকাপুর এলাকার জমশেদ নামের এক ঠিকাদারের অধীনে সিকিমে কাজ করতে গিয়েছিল ওই এলাকারই কিছু শ্রমিক। কাজ করলেও পাওনা টাকা দেয়নি জামশেদ। গতকাল সন্ধ্যায় জামশেদের কাছে টাকা চাইতে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়।আজ হঠাৎ করেই জামশেদের ভাই জব্বার ও তার দলবল এই শ্রমিকদের উপরে হামলা করে।ঘটনায় পাঁচ জন আহত হয়।
যখম অবস্থায় তাদের চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।আহতদের অভিযোগ, জমশেদের ভাই জব্বার এলাকায় দাদাগিরি ও গুন্ডামি করে।