সাফল্যের ধারা অব্যাহত রাখল ভারত
তীরন্দাজি বিশ্বকাপে শনিবারের পর রবিবারও জয়জয়কার ভারতীয় তিরন্দাজদের। শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতীয় পুরুষ রিকার্ভ দল । ফাইনালে ভারতের পক্ষে ফল ৫৭-৫৭, ৫৭-৫৫, ৫৫-৫৩। এই নিয়ে প্রতিযোগিতায় মোট পাঁচটি সোনা জিতলেন ভারতীয় তীরন্দাজেরা।
সাংহাইয়ে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের জয়জয়কার
ধীরজ বোম্মাডেভারা, তরুণদীপ রাই এবং প্রবীণ যাদবরা ভারতীয় তিরন্দাজিতে নিজেদের অন্যতম বড় জয় নিশ্চিত করেছেন। সাংহাইয়ে আয়োজিত প্রথম পর্যায়ের বিশ্বকাপে পুরুষ রিকার্ভ দলের ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে থাকা তথা অলিম্পিক্স চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। ভারত তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে।
মহিলাদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছে জ্যোতি সুরেখা
পুরুষদের দলগত রিকার্ভ বিভাগ ছাড়াও ভারত সোনা জিতেছে পুরুষদের দলগত কম্পাউন্ড, মহিলাদের দলগত কম্পাউন্ড এবং মিক্সড দলগত কম্পাউন্ড ইভেন্টেও। মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছেন ভারতের জ্যোতি সুরেখা। রিকার্ভ বিভাগ থেকে এসেছে একটি সোনা। এ ছাড়াও পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে রুপো জিতেছেন ভারতের প্রিয়াংশ।