সংস্কৃতি মহোৎসবে রায়গঞ্জের ৫ পড়ুয়া স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে পৌঁছে গিয়েছিল উড়িশার কটকে। সেখানে ১৭ ও ১৮ ই সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতা অংশ গ্রহন করে তারা। ইতি মধ্যেই রায়গঞ্জ সারদা ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী আরাত্রিকা পাল তাৎক্ষণিক বক্তিতায় ছিনিয়ে এনেছে তার জয়ের চিহ্ন। পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতা প্রথম হয়েছে রায়গঞ্জ সারদা ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী আরাত্রিকা। স্কুলের তরফে শিক্ষকেরা সেই সংবাদ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অপর দিকে আরাত্রিকার বাবা পেশায় মেডিকেল রিপ্রেজেন্টটিভ বাপ্পাদিত্য পাল ও মা স্কুল শিক্ষিকা টুম্পা চন্দ জানান, এই প্রথম মেয়েকে এতদূরে পাঠিয়েছি। ওর সঙ্গে নেই আমরা। তবে স্কুলের দিদিভাই ও দাদাভাইরা ওকে আগলে রেখেছে। মা বাবা হিসেবে একটু খারাপ লাগছে ওর সাথে থাকতে না পারার জন্যে। তবে আমরা খুব খুশি। মা টুম্পা চন্দ বলেন, এবার আরাত্রিকা ওর বিষয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে ওর স্কুল তথা পূর্বাঞ্চলকে। আমরা উচ্ছ্বসিত। অন্যদিকে আরাত্রিকাও নিজে খুব আনন্দিত ওর সাফল্যে।