নিউজডেস্ক:
পারিবারিক জমি বিবাদ কে কেন্দ্র করে নিজের দুই ভাই ও বাবা কে ধারাল অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গচিগছ এলাকায়। জানা গেয়েছে, বৃদ্ধ পানাবুল এর তিন ছেলে সামাদ আলম, জাহির আলম ও মনসুর। তিন ছেলেকে জমি ভাগাভাগি করে দেন বাবা পানাবুল।কিন্তু আজ সেই জমি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় বাবা ও দুই ভাইয়ের সাথে মনসুরের।
সেই বিবাদ চলাকালীন আচমকা মনসুর ধারাল অস্ত্র দিয়ে তার বাবা ও দুই ভাইয়ের উপর চড়াও হয়। ঘটনায় গুরুতর জখম হয় বাবা পানাবুল ও দুই ভাই। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
- কলেজ দিনের বালক
- মাধ্যমিকের ভয় কাটাতে “মক টেস্ট” — নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অনুপ্রেরণামূলক উদ্যোগ
- (no title)
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা