রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রাসাখোয়া ফুটবল মাঠে ৫নং লোকসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থী কার্তিক চন্দ্র পাল এর সমর্থনে সভা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বক্তব্যের মাধ্যমে শাসক দল তৃণমূলের উপর ক্ষোভ উগড়ে দিন তিনি। এদিন অমিত শাহ বলেন, মমতা দিদি সি এ এ আইনের বিরোধিতা করে শরণার্থীদের নাগরিকতা দিতে বাধা দিচ্ছেন কিন্তু দিদি যতই চেষ্টা করুক না কেন কিছুই করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা বলেন, লোকসভা নির্বাচন২০২৪ এ পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ৩০ থেকে ৩৫ টি আসনে জিতবে। তিনি বলেন ২০১৯ সালে ১৮ টি আসন জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপরে রাম মন্দির তৈরি হয়েছে। ভাবুন যদি ৩৫ টি আসনে জিতিয়ে দিতে পারেন তাহলে আর কি কি হতে পারে?