গত দু’মাস ধরে ইজরায়েল ও প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসের সংঘর্ষ চলছে। মৃত্যু হয়েছে হাজার হাজার শিশু সহ দুই দেশের নাগরিকদের। ইজরায়েলি অভিযান নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এনিয়ে উদ্বিগ্ন আমেরিকা, ভারত, চিন সহ গোটা বিশ্ব। এই পরিস্থিতি রক্তক্ষয়ী সংগ্রাম থামাতে উদ্যোগী হয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আর্টিকেল ৯৯ ব্যবহার করে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন তিনি। সেখানেই যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু সেই প্রস্তাবে নিজের ভেটো ক্ষমতা প্রদান করে পুরো বৈঠকটিই বানচাল করে দিল আমেরিকা।
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবে ভোট দানে বিরত থাকে ব্রিটেন। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি । আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নিজেদের ভেটো প্রদান করে ওয়াশিংটন যুক্তি দেয়, এই যুদ্ধবিরতি প্রস্তাবে যুদ্ধের ময়দানের পরিস্থিতি কোনে পরিবর্তন হবে না। এটা অর্থহীন। ওয়াশিংটনের দাবি, দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনের কোনও ইচ্ছা হামাসের নেই। এর মধ্যে দিয়েই রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি প্রস্তাব বানচাল করে ওয়াশিংটন।