নিউজডেস্ক: চাহিদা মতো তোলা না পেয়ে সরকারি নবনির্মিত পানীয় জলাধার প্রকাশ্য দিবালোকে ভেঙে ফেললো দুষ্কৃতিরা।ঘটনাটে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।ব্লক প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন ঠিকাদারেরা।এমনকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদারদের তরফে। পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷জলাধারা ভাঙচুরের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের আশ্বিনপুর গ্রামে।
ইতিমধ্যে ভাঙচুরের ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে।সেখানে দেখা যাচ্ছে কয়েকজন দলবল নিয়ে হাম্বার ও সাবল দিয়ে নির্মিত জলাধারটি গুড়িয়ে দিচ্ছে।তবে ভিডিও-র সত্যতা যাচাই করেনি nb24x7

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে,আশ্বিনপুর গ্রামের জল সঙ্কট মেটাতে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় দেড় লক্ষ বরাদ্দে কাজটি শেষের মুখে ছিল।কিন্তু তার আগেই ওই এলাকার কয়েকজন সেটি ভেঙে গুড়িয়ে দেয়।

ঠিকাদারদের অভিযোগ,ওই
এলাকার মসলিম,মেহবুল,মাসুদ,সাদেক,সাহেব ও নজরুলরা সদলবলে জলাধারটি ভাঙুচর করেছে।ভাঙচুরের বাধা প্রদান করলে সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রাননাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে অভিযোগকারী ঠিকাদার জাহাঙ্গীর আলির দাবি,জলাধার নির্মাণ করার সময় ওই অভিযুক্তরা পাঁচ হাজার টাকা কাটমানির জন্য চাপ সৃষ্টি করে।কাটমানি না দিলে নির্মিত জলাধার ভেঙে গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দেন তারা।কাটমানি না দেওয়ায় তারা এমন ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।এনিয়ে আমি ব্লক ও চাঁচল থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।পুলিশের কাছে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছি।


সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে প্রশাসনও।চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন,ঠিকাদারদের তরফে অভিযোগ জমা পড়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *