সরকারী বাসে এক বৃদ্ধকে মাদক জাতীয় কিছু খাওয়ানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।সংঙ্গাহীন অবস্থাতে সেই বৃদ্ধকে উদ্ধার করে করনদীঘি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।সূত্র থেকে জানা গেছে,উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়ার বাসিন্দা নিপুল দাস তার ভাই ও এক আত্মীয়ের সঙ্গে নবদ্বীপধামে যান।সেখান থেকে বাড়ি ফিরবার সময় তিনি মেয়ের বাড়ি আসেন।শনিবার সকালে তিনি রায়গঞ্জ থেকে সরকারী বাসে চোপড়া যাবার উদ্দেশ্যে রওনা হন।বাসে ওনার পাশের আসনে বসে থাকা যুবক তাকে বিস্কুট খেতে দেয়।সেটি খাবার কিছুক্ষনের মধ্যে তার শরীর খারাপ হতে থাকে।বাসে থাকা তার আত্মীয়রা বিষয়টি অন্যদের জানালে অভিযুক্ত যুবককে পাকড়াও করা হয়।করনদীঘি থানা সূত্রে জানা গেছে,অভিযুক্ত যুবকের নাম মহম্মদ ফিরোজ,বাড়ী শিলিগুড়ির ডাঙ্গিপাড়াতে।অভিযুক্ত যুবক মহম্মদ ফিরোজ তার শ্বশুরবাড়ী মালদার গয়েশপুরে বলে জানিয়েছে।পুলিশ তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে।