নিউজডেস্ক:
সর্বভারতীয় চাটার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেল ইসলামপুর মহকুমার চাকুলিয়ার ভূমিপুত্র অক্ষত জৈন। তার বাবা অনিল জৈন। জানা যায় সম্প্রতি সর্বভারতীয় স্তরের চাটার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।সেখানেই ২০ রাঙ্ক করেন অক্ষত। তার বাবা পেশায় সংবাদ কর্মী। পাশাপাশি তিনি ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সদস্য। তার ছেলের এই সাফল্যে খুশীর আবহ সারা জেলাজুরে। প্রসঙ্গতঃ অক্ষত বরাবরই পড়াশোনায় বেশ ভালো। ছোট থেকেই স্কুলে ভালো রেজাল্ট হয়ে এসেছে। আজ এতবড় সাফল্যে উচ্ছ্বসিত পরিবার পরিজনেরা।
এই উপলক্ষে আজ সকালে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের তরফে অক্ষতকে সংবর্ধনা প্রদান করা হয়। তাকে উত্তরীয় পরিয়ে ও স্মারক উপহার তুলে দেন প্রেস ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সভাপতি সুশান্ত নন্দী সহ অন্যান্য সদস্যরা। আশরাফের ভবিষ্যতে সাফল্য কামনা করেছেন সকলেই।
উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেসক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লাহ ,সভাপতি সুশান্ত নন্দী এবং কার্যকরী কমিটির সদস্যরা যথাক্রমে কাজল মন্ডল ,রঞ্জিত যাদব, শান্তনু মন্ডল ,অলোক সরকার ,গৌতম সিকদার এবং পুলক সরকার। পাশাপাশি এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন অক্ষত জৈন এর বাবা তথা প্রেস ক্লাবের সদস্য অনিল জৈনও।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
