নিউজডেস্কঃ মাঝ আকাশে অঘটন। শুক্রবারে আচমকাই এয়ার ইন্ডিয়া বিমানের ইঞ্জিনে আচমকা আগুন ধরে যায়।
আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল
আজ সকালে এয়ার ইন্ডিয়ার বিমানটি আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল । উড়ানের কিছু সময় পরই মাঝ আকাশে ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে শুরু করে। সাথে সাথে জরুরি অবস্থায় আবু ধাবি বিমান বন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে।
বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন
অন্য দিকে বিমান সংস্থার তরফে জানানো হয়, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি উড়ানের পর ফিরিয়ে আনা হয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য। ১০০০ ফিট উচ্চতায় বিমানের এক নম্বর ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা গিয়েছিল। যার ফলেই জরুরি অবতরণ করানো হয়েছে। ঐ বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন।