নিউজডেস্ক: বৃহস্পতিবার ঘরুগছ এলাকায় অনুষ্ঠিত হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)-র চোপড়া উত্তর লোকাল কমিটির কনভেনশন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব সুপ্রীতি ঘোষ মজুমদার, জেলা নেত্রী অস্মিতা মুখার্জী, সিটু নেতা কার্তিক শীল, সারা ভারত কৃষক সভার চোপড়া ব্লক সম্পাদক আফজাল হোসেন সহ চারটি অঞ্চল থেকে আগত মোট ৪৫ জন মহিলা প্রতিনিধি।
কনভেনশনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন সুপ্রিতি ঘোষ মজুমদার। তিনি বলেন—
“দেশ ও রাজ্য জুড়ে মহিলাদের অবস্থা ক্রমাগত শোচনীয় হয়ে উঠছে। কর্মক্ষেত্র থেকে সাধারণ পরিবেশ—কোথাও ন্যূনতম সুরক্ষা নেই। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও পার্ক স্ট্রিট, কামদুনি, শিলিগুড়ি থেকে আরজি কর—সব জায়গাতেই মেয়েদের নিরাপত্তাহীনতা স্পষ্ট। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে উদ্বেগজনক হারে, তাই নিজেদের উদ্যোগেই মহিলাদের সংগঠিত হতে হবে।”
কনভেনশন শেষে ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
কনভেনার নির্বাচিত হন সনিতা সোরেন।
জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর সংগঠনের জেলা সম্মেলন রায়গঞ্জে অনুষ্ঠিত হবে।