রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বারা সারনা ধর্ম কোড চালুর দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান ভারত বনধের ডাক দিয়েছে। শনিবার ইসলামপুর মহকুমার কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির ইসলামপুর মহকুমা শাখা। ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে আদিবাসীরা সারনা ধর্ম কোড চালুর দাবিতে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচির পাশাপাশি ভারত বনধ সফল করতে কানকি এলাকায় জমায়েত হয়েছে। আদিবাসীদের কানকি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধের জেরে নিত্যদিনের যাত্রী সহ বহু দূর পাল্লার যানবাহন আটকে পড়েছে। ঘটনার খবর পেয়ে চাকুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। আদিবাসীদের জাতীয় সড়ক অবরোধ এখনো চলছে।