প্রভাবশালী তৃনমূল নেতার গাড়িতে এক্সিডেন্টে মৃত্যু এক স্কুল পড়ুয়ার।মৃত কিশোরীর নাম নেহা পারভিন(৭)।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কালিগঞ্জ এলাকায়।পরিবার সূত্রে জানাগিয়েছে গত ৮ তারিখে সন্ধ্যায় রাস্তা পারাপার করতে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। প্রভাবশালী তৃনমূল নেতার গাড়িতেই এই দূর্ঘটনাটি ঘটেছে।আহত কিশোরীকে প্রভাবশালী নেতার গাড়িতেই প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ তারপর তারা পালিয়ে যায়।আহত কিশোরীর আশঙ্কাজনক থাকায় কর্মরত চিকিৎসক আহত কিশোরীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে।থানায় লিখিত অভিযোগ করার পরও পুলিশ কোনো রিসিভ কপি দেননি।গতকাল গভীর রাতে কিশোরীর মৃত্যু হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।সকাল থেকে এখনও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি প্রভাবশালী নেতা জাকির আবেদিন সহ তিনজনকে গ্রেফতার করতে হবে।থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ কেনো এখনো রিসিভ কপি দেননি। তারা জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত তাদের গ্রেফতার না করছে পুলিশ এবং থানা থেকে রিসিভ কপি না পাচ্ছে ততক্ষন অবরোধ চলবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *