Accident in Nepal.৭০ জন ভারতীয় পূর্ণ্যার্থী নিয়ে বাস উল্টে গেলো নেপালে।

নিউজডেস্কঃ নেপালের ত্রিবেণী ধাম থেকে ফেরার পথে ৭০ জন ভারতীয় পূণ্যার্থী নিয়ে উল্টে গেলো বাস। উক্ত ঘটনা আহত হয়েছে ৬০ জনের বেশী যাত্রী। জানা গেছে গতকাল নেপালের ঠুঠিবাড়ি থেকে ৫০০ মিটার দূরে ঘটনাটি ঘটে। বাসের সকল যাত্রী উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। পুলিশসূত্রে খবর, ভারতীয় সেই সকল পূর্ণ্যার্থীরা নেপালের ত্রিবেণী ধাম ঘুরে নারায়নী নদীতে স্নান করে … Continue reading Accident in Nepal.৭০ জন ভারতীয় পূর্ণ্যার্থী নিয়ে বাস উল্টে গেলো নেপালে।