সোমবার রাতে বাউল গান শুনে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক VRP কর্মীর ( গ্রামীন সম্পদ কর্মী)। স্হানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই কর্মীর নাম রাজু ভাওয়ালিয়া (৩০)। বাড়ি ইসলামপুর থানার গইসাল ১ গ্রাম পঞ্চায়েতের কাচনা এলাকায়। সোমবার রাতে ইসলামপুরের বরট এলাকায় বাউল গান শুনে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসেএলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।