২০১৮ সালের ২০ সেপ্টেম্বর দাড়িভিটে শিক্ষক নিয়োগে কেন্দ্র করে গুলিতে নিহত হয় দাড়িভিট হাইস্কুলের দুই প্রাক্তন পড়ুয়া রাজেশ সরকার ও তাপস বর্মন। ঘটনার আজ ৬ বছর পূর্ণ হলো। এই ঘটনার পর থেকেই আজকের দিনেই পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা ভাষা দিবস উৎযাপন করে ABVP। এদিন ABVP তরফ থেকে মিছিল করে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভা মঞ্চে উপস্থিত ছিলেন দাড়িভিটে নিহত দুই ছাত্রের পরিবারের সদস্যরা।
অন্যদিকে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মনের পরিবারের সাথে দেখা করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি দাড়িভিটের দুই নিহত ছাত্রের বাবা মা কে সঙ্গে নিয়ে রাজেশ সরকার ও তাপস বর্মনের সমাধিতে শ্রদ্ধা জানান সাংসদ কার্তিক চন্দ্র পাল। ছেলের সমাধি দেখে কান্নায় ভেঙে পড়েন দুই নিহত ছাত্রের বাবা মায়েরা।
যদিও কেন্দ্রীয় সরকারের উপর পরিবারের আস্থা রয়েছে তারা একদিন এই ঘটনার সুবিচার পাবেন বলে জানিয়েছেন নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন। অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।
বাইট: মঞ্জু বর্মন নিহত তাপস বর্মনের মা
বাইট: কার্তিক চন্দ্র পাল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ