রাজ্যের বিভিন্ন জায়গার সাথে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পালিত হলো বামপন্থী শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস।

পতাকা উত্তোলন করা হয়

আজ সকাল ৮টায় রায়গঞ্জের রমেন্দ্রপল্লিতে সমিতির জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পতাকা উত্তোলন করেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলার সম্পাদক বিপুল মৈত্র। উপস্থিত সদস্যরা মাল্যদান করেন শহীদ বেদীতে।

বক্তব্য রাখেন জেলা সম্পাদক

বক্তব্য রাখেন জেলা সম্পাদক বিপুল মৈত্র। নাতিদীর্ঘ বক্তৃতায় তিনি শতাধিক প্রাচীন সমিতির সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। সুদীর্ঘ ১০৩ বছর ধরে শিক্ষার স্বার্থে লড়াই  করছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। তিনি আরো বলেন যে ,”এই সংকটের সময়েও শিক্ষক মহলে সমিতির গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত।”

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *