নিউজডেস্কঃ ABTA ইসলামপুর জোনাল কমিটির উদ্যোগে শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়ে আয়োজিত হয় ভলিবল টুর্নামেন্ট। উক্ত খেলার উদ্বোধন করেন সিপিআইএম জেলা সম্পাদক আনোয়ারুল হক্।
রঞ্জন দাস স্মৃতি চ্যাম্পিয়ান ও মংলু দাস স্মৃতি রানার্স
অখিল রঞ্জন দাস ও মংলু দাসের স্মৃতিতে এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছিল ABTA এর ইসলামপুর জোনাল কমিটি। শিক্ষক শিক্ষা কর্মীদের একঘেয়েমি জীবন থেকে সাময়িক স্বস্তির মুহূর্ত এই খেলা। এমনটাই বলছে খেলায় অংশ নেওয়া শিক্ষক শিক্ষাকর্মীরা। এই রকম খেলার আয়োজন যে তাদের আনন্দ প্রদান করে তা খেলার মাঠে উৎসাহ উদ্দিপনা দেখেই বোঝা যাচ্ছিল।
এই খেলায় ইসলামপুর ব্লকের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারীরা এসেছিলেন।এই দিনের খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ABPTA দল অন্য দিকে রানার্সআপ হয়েছে ফজলুল হক হাই মাদ্রাসা। এছাড়াও ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ কান্তি রঞ্জন ঘোষ স্মৃতি ফেয়ার প্লে ট্রফি জিতে নেয়।