নিউজডেস্কঃ রাজ্যে পালা বদলের পর থেকে একাধিক বার রাজ্যের নেতা-মন্ত্রীদের নাম জড়িয়েছে দুর্নীতিতে। প্রথমে নারদা সারদা স্ক্যাম। পরে শিক্ষক নিয়োগ স্ক্যামে নাজেহাল হয়ে পরেছে এই সরকার। কখনো কারোর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার তো কারোর একাধিক অ্যাকাউন্ট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। কোথাও আবার গরুপাচার কান্ড তো কোথাও আবাস যোজনার টাকা তছরুপ। একাধিক তদন্ত একাধিক কমিশন বসেছে। রাজ্যে এসছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বারবার রাজ্য সরকারকে খোঁচা দিচ্ছে বিরোধী দল নেতারা। এবার আবারও অভিষেক ব্যানার্জিকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সৎ ব্যক্তিই তৃনমূলের মুখ
আজ অভিষেক ব্যানার্জি কেশপুরে সভা স্থল থেকে বলেন, “পঞ্চায়েতে তৃনমূলের মুখ কারা? সৎ ব্যক্তিই তৃনমূলের মুখ। কাউকে ধরে টিকিট মিলবে না পঞ্চায়েত ভোটের। যিনি মানুষের জনয় কাজ করবেন, মানুষের পাশে থাকবেন তিনি হবেন মুখ। আপনারা জানেন আমি আপনাদের পাহারাদার। মুখে যা বলি তাই করি।”
বিরোধী দলনেতা শুভেন্দুর কটাক্ষ
অন্য দিকে পাহারাদার প্রসঙ্গ টেনেই নাম না করে শুভেন্দু অধিকারীকে বলেন, খাটের নিচে টাকা, খাটের ওপর টাকা, শৌচাগারে টাকা,সিলিং ফ্যানে টাকা,আলমারিতে টাকা, টাকার পাহারাদার। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত scam এ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার , গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার করে তদন্তকারী সংস্থা। বিজেপি নেতৃত্ব বারবার বলেছে, কেন্দ্রীয় সংস্থাকে এই সব তথ্য দলের অন্দর থেকেই দিচ্ছে নইলে তারা জানছে কি করে।সৌমিত্র খাঁ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় তথ্য প্রদানকারীর নামও বলেছিলেন।