নিউজডেস্ক: ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ভোট অনুষ্ঠিত হবে রাজ্যজুড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে যাবেন। নিজ বাসভবন গোল ঘরে আজ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন বিধানসভা ভোটের সময় কর্মীরা যেভাবে তাকে সমর্থন দিয়ে জিতিয়েছেন , আসন্ন পঞ্চায়েত ভোটে সেই কর্মীরা যারা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়েছেন তাদের জন্য তিনি বাড়ি বাড়ি প্রচার করবেন।
তিনি আরো বলেন যেখানে কোন গন্ডগোল হবে সেখানেই তিনি উপস্থিত হবে। নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যদি কোন গন্ডগোল হয় আপনারা কোন গন্ডগোলে পা দেবেন না পুলিশের সঙ্গে গন্ডগোলে যাবেন না।তিনি আরো বলেন আমি ন্যায্য কথা বলতে পিছপা হবো না এই জন্য নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছি। তিনি আরো বলেন নির্দল প্রার্থীরা জিতবে।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ
