নিউজডেস্ক: ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ভোট অনুষ্ঠিত হবে রাজ্যজুড়ে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন না ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। তিনি নির্দল প্রার্থীদের সমর্থনে প্রচারে যাবেন। নিজ বাসভবন গোল ঘরে আজ সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন বিধানসভা ভোটের সময় কর্মীরা যেভাবে তাকে সমর্থন দিয়ে জিতিয়েছেন , আসন্ন পঞ্চায়েত ভোটে সেই কর্মীরা যারা পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়েছেন তাদের জন্য তিনি বাড়ি বাড়ি প্রচার করবেন।
তিনি আরো বলেন যেখানে কোন গন্ডগোল হবে সেখানেই তিনি উপস্থিত হবে। নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যদি কোন গন্ডগোল হয় আপনারা কোন গন্ডগোলে পা দেবেন না পুলিশের সঙ্গে গন্ডগোলে যাবেন না।তিনি আরো বলেন আমি ন্যায্য কথা বলতে পিছপা হবো না এই জন্য নিজেকে বিদ্রোহী ঘোষণা করেছি। তিনি আরো বলেন নির্দল প্রার্থীরা জিতবে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ