এনকাউন্টারে নিহত সাজ্জাক আলমকে আগ্নেয়াস্ত্র যোগাড় করে দিয়েছিল আব্দুল হোসেন ওরফে আবাল এবং শেখ হজরত। সোমবার সন্ধ্যায় করণদিঘী থানার বারহাস এলাকা থেকে আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেফতার করেছে পুলিশ। সাজ্জাক আলমকে আশ্রয় ও দিয়েছিল এই আব্দুল হোসেন ওরফে আবাল। মঙ্গলবার পুলিশ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। এর আগেও গোয়ালপোখর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ফরেনারা এক্ট ও আমর্স এক্টে অভিযুক্তের বিরুদ্ধে এই মামলায় সাজা কেটেছিল বলে জানিয়েছেন ইসলামপুর মহাকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল।