নিউজডেস্ক: এদিন সকালে বাইকে চেপে দিদির বাড়ি আটঘড়ার মোয়াগাঁও এলাকায় যাবার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । জানা গেছে, সোমবার সকালে লোনের টাকা দিতে যাওয়ার পথে কালিয়াগঞ্জ হলদিবাড়ির বাসিন্দা বুদ্ধদেব রায়ের মৃত্যু হয়। প্রতক্ষ দর্শীদের জানান, কালিয়াগঞ্জের হলদিবাড়ি এলাকায় রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কে তাঁর বাইকের পেছনে ধাক্কা মারে একটি মালবোঝাই পিকআপ ভ্যান। স্থানীয়রা রক্তাক্ত বুদ্ধদেবকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বুদ্ধদেবকে মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি। কালিয়াগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের। ঘটনার খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে এলাকায়। যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।