শনিবার ভোর রাতে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ওদালগছ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই তিনটি পরিবারের বেশ কয়েকটি বাড়িঘর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে চোপড়া ব্লকের ওদালগছ এলাকায় আব্দুল জব্বার নামে এক ব্যক্তির বাড়িতে আগুন দেখতে পায় স্হানীয়রা। স্হানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসার আগেই সমস্ত কিছু ছাই হয়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, ঐ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সঙ্গে দেখা করেন এবং তাদের সাহায্যের আশ্বাস দেন। তিনি বলেন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে।
অপরদিকে তিনি আরো বলেন চোপড়া বিধানসভা এলাকায় ফায়ার ব্রিগেড কেন্দ্র নেই। যত দ্রুত সম্ভব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।