নিউজডেস্ক: চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের ৩১নম্বর জাতীয় সড়কের ওপর দাড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে বাইক।ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক কিশোরের, আহত হয় সওয়ারী এক শিশু। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মৃত কিশোরের নাম মোবারক হোসেন এবং গুরুতর আহত শিশুটির নাম আসরাফুল সেখ।
স্থানীয়দের দাবি, এদিন দুপুর ওই কিশোর শিশুটিকে সাথে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়।
এরপরেই জাতীয় সড়কের ওপর বাইক চালাতে শুরু করলে কিছুক্ষণের মধ্যেই ওই কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
তখনই জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা লড়িটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় মোবারক হোসেন নামের কিশোরটি ।
প্রত্যক্ষদর্শীরাই তরিঘরি আসরাফুল সেখ নামের বছর দশের শিশুটিকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড