নিউজডেস্ক: মহাত্মা গান্ধীর জন্মদিন কে সামনে রেখে এক নতুন উপহার তুলে দিলো ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। এতে এলাকার পড়ুয়াদের একধাপ এগিয়ে যাওয়ার যে ভাবনা তা আবারও প্রমাণ করল পুলিশ। সোমবার ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে চোপড়া থানায় বিনা মূল্যে উইনার কম্পিউটার লার্নিং সেন্টার চালু করা হলো। এদিন এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, চোপড়ার বিডিও সমীর মন্ডল, চোপড়া থানা আইসি সঞ্জয় দাস। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জসপ্রীত সিং জানিয়েছেন, এখন যে কোনও কাজ করতে গেলে কম্পিউটার প্রশিক্ষণ খুব দরকার। কারণ কম্পিউটার জানা না থাকলে বহু পড়ুয়া কাজ পাচ্ছে না। সেইসব পড়ুয়াদের কথা ভেবে এবার চোপড়ায় চালু করা হলো বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এতে এলাকার অনেক পড়ুয়ারা এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষা অর্জন করে অনেক উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এলাকার পড়ুয়ারা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। সব মিলিয়ে নতুন করে আসার আলো দেখছে চোপড়া এলাকার পড়ুয়ারা।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *