মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও পালিত হল তৃণমূলের সংহতি যাত্রা। সোমবার ইসলামপুর ট্রাক টার্মিনাস থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত সংহতি যাত্রায় হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এর নেতৃত্বে ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেনের পরিচালনায় এক বিশাল সংহতি যাত্রার পাশাপাশি সংহতি সভার আয়োজন করা হয়। এদিনের এই সংহতি যাত্রার শুরুতেই মতুয়া সম্প্রদায় ঢাক, কাসর ইত্যাদি বাজনার পাশাপাশি হিন্দু পুরোহিত, মুসলিম মৌলবি, খ্রিস্টান পাদরী সহ বিভিন্ন ধর্মের মানুষ পা মেলান। এছাড়াও পুরোহিত, মৌলবি, পাদরী সহ বিভিন্ন ধর্মের মানুষকে এদিনের সংহতি সভায় সম্মান জানান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। এদিনের সভায় ব্লক তৃণমূল সভাপতি জাকির হুসেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির উদ্বোধন করে সনাতন ধর্মের মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করেছেন আগামী দিনে সনাতন ধর্মের মানুষকেই এই অন্যায়ের জবাব দেওয়া উচিত। পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরে রাম লালার প্রাণপ্রতিষ্ঠাকে ঘিরে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করছেন। তাই সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে চলার সংহতি যাত্রার মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ নার্গিস বেগম, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার, জেলা পরিষদ সদস্য মৌসুমি খাতুনের প্রতিনিধি জাহিদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন।