নিউজডেস্ক: চোরাই গাড়ি নিয়ে এসে কেটে বিক্রি করার অভিযোগে দোকানের এক কর্মীকে গ্রামবাসিরা মারধোর করল।উত্তেজিত জনতার হাত থেকে কোনক্রমে পুলিশ উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার বলঞ্চা গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দোকান মালিক মহ: জুনেদের দাবি তিনি অচল গাড়ি বৈধভাবে কিনে এনে দোকানে কেটে সেগুলো বিক্রি করেন। মিথ্যা অপবাদ দিয়েই গ্রামবাসিরা তাদের অপদস্থ করছেন। পুলিশ দোকান কর্মিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে।পুলিশ গোডাউনের ভেতর থেকে একটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গাড়ির প্রকৃত মালিককের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, ইসলামপুর বলঞ্চা গ্রামে মহ: জুনেদ নামে এক ব্যাবসায়ীর প্রাচির ঘেরা বিশাল গোডাউন রয়েছে। গ্রামবাসিদের অভিযোগ, সারাদিন গোডাউনের দরজা বন্ধ থাকলে সন্ধ্যা লাগতেই সেই দরজা খুলে যায়।রাতে অন্ধকারে চোরাই গাড়ি এই গোডাউনে নিয়ে এসে গাড়ি কেটে সেগুলো রাতারাতি গাড়ি ভর্তি করে অন্যত্র চলে যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই জুনেদ এখানে ব্যাবসা করছে। অন্যদিকে ব্যাবসায়ী জুনেদের দাবি তিনি বৈধভাবে ব্যাবসা করছেন। অচল গাড়ি বৈধভাবে কিনে এনে এখানে কাটা হয়। সম্প্রতি এই গোডাউন থেকে স্থানীয় কয়েকজন যুবক বেশ কয়েক লক্ষ টাকা জিনিস চুরি করে নিয়ে যায়। দুস্কৃতিদের আটক করলে তারা চুরি কথা স্বীকার করে। শালিসীতে দুস্কৃতিদের জরিমানা হয়েছিল।৪০ দিনের মধ্যে সেই টাকা দেবার কথা তারা জানিয়েছিলেন। ৩০ দিন কেটে যাবার বৃহস্পতিবার গ্রামবাসিরা আচমকাই তার উপর মিথ্যা অপবাদ দিয়ে তার গোডাউনের উপর হামলা করে। খবর পেয়ে এক কর্মিকে গোডাউনের গেটে চাবি দিয়ে পাঠিয়ে দেন।তিনি গেটের চাবি খুলতে গেলেই তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটায় ,উত্তেজিত জনতার হাত থেকে কোনক্রমে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোডাউনের ভেতর থেকে একটি গাড়ি পুলিশ উদ্ধার করে। গাড়ির মালিককে খুজছে পুলিশ। ব্যাবসায়ীর বক্তব্যের কতখানি সত্যতা আছে সেগুলোও খতিয়ে দেখছে পুলিশ

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *