বুধবার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি। ঘটনায় জখম দুই পরিবারের বেশ কয়েকজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি চাকুলিয়া বিধানসভার ধুমাগড় এলাকার।
জানা গিয়েছে, ইসলামপুর থানার দাড়িভিট এলাকার বিশ্বজিৎ রায় নামে এক ব্যক্তির স্ত্রী প্রায় ১০ দিন আগে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার ইসলামপুর থানায় মিসিং ডাইরি করেন বিশ্বধর রায়। এরপর জানতে পারেন স্ত্রী চাকুলিয়া বিধানসভার ধুমাগড় এলাকার উত্তম রায় নামে এক যুবকের সাথে পালিয়ে গিয়েছে। এরপর স্ত্রীর খোঁজ পেয়ে জামাইবাবু সহ বেশ কয়েকজন পৌছায় ওই যুবকের বাড়িতে। বাড়ি যেতে না করে স্ত্রীকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পরিবারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই ঘটনায় দুই পরিবারের বেশ কয়েকজন জখম হয়।