গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাপতিয়াগছে সেজে উঠবে  পিকনিক স্পট। ১৭ লক্ষ টাকা দিয়ে শিশু উদ্যান তৈরির সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায় এদিন। এখানে মোট ৩৪ লক্ষ টাকার কাজ হবে বলে খবর। হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, পিকনিক স্পট তৈরির দাবি অনেকদিনের। প্রতিবছর পিকনিক স্পটে পিকনিক প্রেমীদের ঢল নামে। চোপড়া ব্লকের হাপতিয়াগছ অনেক আগে থেকেই স্থানীয় পিকনিক স্পট হিসেবে পরিচিত। বিভিন্ন এলাকার পাশাপাশি পরবর্তী বিহার রাজ্য থেকেই এখানে পিকনিকের দল আসে। ভারত বাংলাদেশ সীমান্তে হাপতিয়াগছ মহানন্দা সেতুর দুপাশে পিকনিক স্পটে প্রতি বছর শীতের সময় বিভিন্ন জায়গা থেকে অনেকেই পিকনিক করতে আসেন।এখানে পিকনিক স্পট গড়ে তোলার দাবি অনেকদিনের। ব্লক ও জেলা প্রশাসনের কাছে একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে প্রস্তাব রাখা হয়।অবশেষে গ্রামীণ এলাকার এই পিকনিক স্পটের উন্নয়ন কল্পে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এগিয়ে আসতেই খুশি এলাকাবাসী। হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত উপ প্রধান জাকির হোসেন বলেন,এর আগেও পিকনিক স্পটের উন্নয়ন কল্পে কাজের জন্য প্রস্তাব পাঠানো হয়।এবার কাজের অনুমোদন মিলেছে।ধাপে ধাপে কাজ ধরা হবে।প্রথমে ১৭ লক্ষ টাকা দিয়ে একটি শিশু উদ্যান গড়ে তোলা হবে। প্রতিবার ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েত এলাকার মহানন্দা সেতুর দুপাশে বিভিন্ন জায়গা থেকে পিকনিক স্পটে মানুষের ঢল নামে।গোটা জানুয়ারি মাস বিভিন্ন জায়গা থেকে পিকনিকের দল আসে। পার্কের কাজ শুরু হওয়ার খবরে বিভিন্ন মহল খুশি। চোপড়ার বিডিও সমীর মণ্ডল বলেন, হাপতিয়াগছ পিকনিক স্পটের জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ৩৪ লক্ষ টাকার কাজের প্রস্তাব দিয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *