নিউজডেস্ক: গাছে বেঁধে এক পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইলোয়াবাড়ি এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্টু ওরাও (২৫)। বাড়ি গোয়ালপোখর থানার ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তি নগর এলাকায় একটি পাতি মিলে কাজ করত। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা হয় ওই যুবক। রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ইলোয়াবাড়ি এলাকা থেকে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। গভীর রাতে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন তাকে কেউ বা কারা বেধড়ক মারধর করেছে ও সে ইসলামপুর মহকুমা ভর্তি রয়েছে। সকালে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আপনজনেরা। খুব ভালো ছিল ওই যুবক। কোনো খারাপ নেশাও ছিল ওই যুবকের। পরিবারের লোকজনের অভিযোগ তাকে কি কারণে কেউ বা কারা কি কারণে মারধর করল বুঝে উঠতে পারছেন না। যারা এই কাজ করেছে তাদের শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।