নিউজডেস্ক: সাংবাদিকতা ও গণ যোগাযোগ এর ওপর এক দিবসীয় কর্মশালার আয়োজন করলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। শনিবার দুপুরে ফার্স্ট সেমিস্টারের ছাত্র ছাত্রী দের জন্য অ্যাড অন বা সার্টিফিকেট কোর্স করানো হয়। প্রথম পর্যায়ে ৫০জন পড়ুয়া কে নিয়ে এই কোর্স সম্পর্কে অবগত করানো হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি ও বিশিষ্ট সাংবাদিক তথা ডক্টর সুনীল চন্দ, রাধামাধব সাহা, অলিপ মিত্র, সহ প্রমূখ। সাংবাদিকতা সম্পর্কে পড়ুয়া দের অবগত করান। এদিনের অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের উৎসাহ ছিল লক্ষ্যনীয়। এই কোর্স সম্পর্কে কিংশুক মাইতি কি জানালেন উদ্যোগ খুবি ভালো।ছাত্র ছাত্রীরা অনেকটা উপকৃত হবে।অপরদিকে
সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ চন্দন রায় জানান পঠন পাঠনের পাশাপাশি পাঠক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবে ৬মাসের সাংবাদিকতা কোর্স চালু করা হবে। তিনি আরো জানান