উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সন্না বাড়ি এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনায় শোকের ছায়া পরিবারে। মৃত ওই বৃদ্ধার নাম সুবেদা খাতুন বয়স অনামুনিক ৬৯ বছর। তবে পরিবারের আত্মীয়রা জানিয়েছেন মানসিক ভারসাম্যহীন ছিলেন সেই বৃদ্ধা। কি করে এই ঘটনা ঘটলো তারাও যথেষ্ট চিন্তিত । ঘটনার খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোক ও স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় আলুয়া বাড়ি রেল পুলিশকে। রেল পুলিশের আধিকারিকেরা ঘটনা স্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।