আদিবাসী জমি রক্ষা কমিটির ডাকে ইসলামপুর হাইস্কুল ময়দানে এক ঐতিহাসিক জনসভা ডাক দেওয়া হয়। আদিবাসী জমি রক্ষা কমিটির পক্ষ থেকে এদিন এই জনসভায় উপস্থিত ছিলেন মঙ্গল হাজদা আদিবাসী জমি রক্ষা কমিটির ফাউন্ডার সহ
জাক্কেল হাসদা আদিবাসী জমি রক্ষা কমিটির ইসলামপুর ব্লক সভাপতি সহ আদিবাসী জমি রক্ষা কমিটির বিভিন্ন নেতৃত্ব।নব নির্মিত সিধু কানুর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকের এই জনসভা শুরু হয়।
মঙ্গল হাজদা আদিবাসী জমি রক্ষা কমিটির ফাউন্ডার বলেন, বহু প্রয়াসের পর আদিবাসী জমি রক্ষা কমিটির উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় আজকে এই মূর্তি বসেছে।
বর্তমান ভারতবর্ষের যা অবস্থা একদিকে কৃষক আন্দোলন চলছে যারা ফসল লাগাতে পারে তারা ফসল কাটতেও পারে। তিনি আরো বলেন শুধু কিষান নয় আরো সংগঠন যারা রয়েছে তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে । ইভিএম এ দেশ থেকে তাড়াতে হবে।আদিবাসী জমি রক্ষা কমিটি কোন সিদ্ধান্ত নেয়নি মূল রাজনীতিতে আসার।