
৬ তারিখ সোমবার উত্তর দিনাজপুর সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় ও করণদিঘি পূর্ব চক্রের পরিচালনায় করণদিঘী হাইস্কুলে শুরু হলো বিহান ও TLM এর ওপর চার দিনব্যাপী বিশেষ কর্মশালা, এই কর্মশালায় মূলত অংশগ্রহণ করছে করণদিঘী পূর্ব চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো, এস এস কে ও এম এস কে বিদ্যালয় গুলোর দুজন করে শিক্ষক-শিক্ষিকা।
এই কর্মশালায় মূলত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রাক-প্রাথমিক শিশুদের কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, সৃজনশীলতা বৃদ্ধি করা যায়, প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরেও বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে আনন্দদায়ক উপকরণ ও পদ্ধতি অবলম্বন করে শিক্ষার প্রতি চাহিদা বৃদ্ধির করা যায় তারই একটি মনোগ্য মনোরম কর্মশালা।
এই প্রশিক্ষণ ৬ই নভেম্বর এবং ৭ই নভেম্বর আলতাপুর এক, আলতাপুর দুই, লাহুতারা এক, লাহুতারা ২ গ্রাম পঞ্চায়েত গুলির জন্য বরাদ্দ করে ও আগামী ৮ ই নভেম্বর এবং ৯ই নভেম্বর করণদিঘি এক, করণদিঘী দুই এবং দোমোহনা গ্রাম পঞ্চায়েত এর সমস্ত বিদ্যালয় গুলির দুজন করে শিক্ষক প্রশিক্ষণ নেবে বলে জানান করণদিঘী পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক সাহা, যা প্রাক প্রাথমিকে পঠনরত শিশুদের শিক্ষার মান বৃদ্ধি করবে তিনি আরো জানান যেহেতু এই বয়সটাই প্রতিটা শিশুর ক্ষেত্রে প্রকৃত শিক্ষার্থীর ভীত স্থাপনের সময় তাই এই সময়কাল থেকেই বেছে নিয়েছে শিক্ষা দপ্তর ও Unicef, বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধি করতে তার ফলস্বরূপ আজকের এই কর্মশালা যা আগামী তিনদিন আরও অনুষ্ঠিত হবে করণদিঘী হাই স্কুল এ।
এদিন আমরা এ বিষয়ে কথা বলেছি প্রশিক্ষক শিক্ষক-শিক্ষিকাদের সাথে যারা বাকি শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন তাদের মতে প্রথম দিনের এই কর্মশালা যথেষ্ট সাড়া ফেলেছে প্রশিক্ষণরত শিক্ষক শিক্ষিকাদের ওপরে এবং যথেষ্ট মনোযোগ সহকারে তারা প্রশিক্ষণ নিচ্ছেন ও আগামীতে প্রতিটা বিদ্যালয়ে যার বাস্তব রূপায়ণ হবে এবং শিশুরা আরো উৎসাহী হবে বিদ্যালয়ে মুখি হতে, মনোযোগ বাড়বে তাদের লেখা পড়ার এই অভিনব পদ্ধতিতে।