নিউজডেস্কঃ
স্কুল চলাকালীন হঠাৎই করেই প্রাথমিক স্কুলের রান্নাঘরে গ্যাস লিক করে আগুন লেগে যাওয়ার ঘটনা চরম উত্তেজনা ছড়িয়ে পরে স্কুল প্রাঙ্গনে। আতঙ্কিত হয়ে পরে স্কুলের শিক্ষার্থীরা। স্কুল ছেড়ে বিদ্যালয়ের মাঠে বেরিয়ে আসে পড়ুয়া সহ শিক্ষকেরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলবাহিনী ছুটে আসেন । ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।
ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার লতাশি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নেন্দু সাহা বলেন, প্রতিদিনের মতোই দুপুরবেলা স্কুল চলছিল। শিক্ষক-শিক্ষিকারা ক্লাসে ক্লাসে পড়াতে ব্যস্ত ছিল।। মিড ডে মিলের কর্মীরাও রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় রান্নাঘর থেকে বিকট শব্দ ভেসে আসে। সেখানে বিদ্যালয়ের শিক্ষক এবং মিড ডে মিল কর্মীরা ছুটে গিয়ে দেখতে পান রান্নার জন্য থাকা ওভেনে গ্যাস লিক করে আগুন লেগেছে। ভয়ানক শব্দে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আতঙ্কে ক্লাস রুম থেকে বাইরে বেরিয়ে যায়।
বিস্ফোরণের শব্দ স্থানীয় গ্রামবাসীরাও ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে না। খবর দেওয়া হয় তুলসিহাটা দমকলে। ঘটনার খবর পেয়ে ই বিদ্যালয়ে ছুটে আছেন দমকলের আধিকারিকরা। ঘন্টাখানেকের প্রচেষ্টায় একটি ইঞ্জিনের মাধ্যমে বিদ্যালয়ের রান্নাঘরের আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে রান্না ঘরে রাখা প্রচুর সামগ্রী আগুনে পুরো নষ্ট হয়ে যায়।