ইসলামপুরের টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক স্কুলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। দমকল বিভাগের একটি ইঞ্জিনে এসে অনেকক্ষণের চেষ্টায় সেই আগুনকে নিয়ন্ত্রণে আনে। অভিযোগ রাতে স্কুলের মাঠে বেশ কিছু লোকজন অসামাজিক কাজকর্ম করে থাকে। স্কুলের পাশে থাকা একটি জঙ্গলের স্তুপে রাতে আগুন তাপানোর জন্য আগুন লাগিয়ে থাকতে পারে। হঠাৎ দমকা হাওয়ায় আজ সেই আগুন পাশে একটি কলা গাছের শুকনো পাতায় ধরে যায়। সেখান থেকে স্কুলের বিল্ডিং এর পাশে একটি পরিতক্ত ঘরে আগুন ধরে যায়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি।