নিউজডেস্ক: বালিয়া ৩৪ নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা মাল বোঝাই লরির পিছনে দ্রুত গতিতে ধাক্কা কন্টেনার গাড়ির। আহত কন্টেনার চালক। আহত ব্যক্তির নাম বিকাশ কুমার (২৮)। স্থানীয় বাসিন্দারা আহত চালকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়। স্থানীয় লোকজন বলেন, কলকাতা থেকে কন্টেনার গাড়িটি নিয়ে শিলিগুড়ি দিকে যাচ্ছিলো। করণদিঘি থানার বালিয়া মোড়ে একটি গাড়ি আচমকা ব্রেক করে দাঁড়িয়ে পড়ে । সেই গাড়িতেই দ্রুত গতিতে ধাক্কা লাগে। পুলিস কন্টেনার সহ লরিটিকে আটক করে থানায় নিয়ে যায়।