ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বালি বোঝাই ডাম্পারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক সিভিক ভলান্টিয়ারের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বন্দেরহাট এলাকায়। মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম জয়নাল হক (৩২)। বাড়ি চোপড়ার অম্বিকানগর এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ার চোপড়ার দাসপাড়া ফাঁড়িতে কর্মরত ছিলেন। রাতে চোপড়ার দাসপাড়া এলাকায় নাইট ডিউটির কাজ সেরে শনিবার সকালে বাড়ির ফেরার পথে বালি বোঝায় ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে গুরুতর ভাবে জখম হয় জয়নাল হক নামে ওই সিভিক ভলান্টিয়ার। তাকে গুরুতর জখম অবস্থায় প্রথমে চোপড়ার দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির মেডিক্যালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। শিলিগুড়ি মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় শোকের ছায়া আছরে পরে এলাকায়। ঘাতক ডাম্পারটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে চোপড়া দাসপাড়া ফাঁড়ির পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *