রাখালদেবী পুজার বিসর্জনে এসে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর।ঘটনাটিতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে।গত শনিবার সকাল থেকে করনদীঘি থানার বারোডাঙ্গীতে আয়োজিত হয় ঐতিহ্যবাহী রাখালদেবীর পুজা ও মেলা।সোমবার রাত্রি পর্যন্ত এই মেলা চলে।মঙ্গলবার দুপুরে রাখালদেবীর প্রতিমা বিসর্জন করা হয় স্থানীয় পুকুরে।সেই বিসর্জনকে কেন্দ্র করে ঘটে যায় দুর্ঘটনা।যেই পুকুরে প্রতিমা বিসর্জন করা হয়,সেই পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক সাত বছরের শিশুর।শিশুটির নাম শিবাজিৎ সিংহ ও বাড়ী বারোডাঙ্গী গ্রামে।মৃত শিশুর বাবা ধরমচাঁদ সিংহ জানিয়েছেন,অন্য সকলের সাথে তার ছেলে শিবাজিৎ সিংহ বিসর্জনে যায়।প্রতিমা বিসর্জন সেরে অনেকে ফিরেও আসে।কিন্তু তার ছেলে সেই পুকুরের জলে ডুবে যায়।স্থানীয় মানুষের সহায়তাতে শিশুটিকে জল থেকে উদ্ধার করা হয়।তাকে আনা হয় করনদীঘি গ্রামীন হাসপাতালে।কর্তব্যরত চিকিৎসক শিবাজিৎ সিংহকে মৃত ঘোষনা করেন।করনদীঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠিয়েছে।কিভাবে শিশুটির মৃত্যু হল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।