ওয়েবডেস্ক : হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছিল ৮৫৫ জনের। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন চাকরি খোয়ানো শিক্ষক-শিক্ষিকারা। নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে ৮০৫ জনের চাকরি গিয়েছিল।
সিবিআই ৯৫২ জনের ওএমআর শিট উদ্ধার করে
নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় তদন্ত চালিয়ে সিবিআই গাজিয়াবাদ থেকে ৯৫২ জনের ওএমআর শিট উদ্ধার করে।আর সেই ওএমআর শিট খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নেয় যে ওএমআর শিট বিকৃত করা হয়েছে। এরপর বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল সার্ভিস কমিশনকেই নির্দেশ দিয়েছিলেন, যাতে ওই ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
আপীল ডিভিশন বেঞ্চে
সেই নির্দেশ মানতে না পেরে এবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আপীল জানালেন চাকরি হারানো শিক্ষক- শিক্ষিকারা।