ওয়েবডেস্ক : জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলাকালীন উল্টে গেল পাথর বোঝাই লরি। দ্রুত জাতীয় সড়কের কাজ শেষ করার দাবিতে বিক্ষোভে সামিল হলেন মালদহের চাঁচল-হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়কের রহমতপুর এলাকার বাসিন্দারা। ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

ধীরগতিতে চলছে রাস্তা সম্প্রসারনের কাজ

চাঁচল ও হরিশ্চন্দ্রপুর সহ একাধিক এলাকার সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করতে আজ থেকে ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানায় খুবই ধীরগতিতে চলছে চাঁচল হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারনের কাজ। এবড়ো খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা।

পাথর বোঝাই লরি উল্টে যায়

রবিবার হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথর বোঝাই লরি উল্টে যায়। গুরুতর জখম হন লরির চালক ও খালাসী। এরপরই রহমত গ্রামের বাসিন্দারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ঘন্টাখানেক ধরে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এমনকি দ্রুত কাজ শেষ করার দাবিতে বিক্ষোভেও শামিল হন। যদিও পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

বৃহত্তর আন্দোলনে সামিল হবেন

রহমতপুর এলাকার বাসিন্দা কালু মোহাম্মদ জানান, দীর্ঘদিন ধরে নানান টালবাহানার জন্য ধীর গতিতে চলছে জাতীয় সড়কের কাজ। যার কারণে ঘটছে প্রায়শঃই ঘটছে দুর্ঘটনা। এলাকার বাসিন্দারা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে রহমতপুরের ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করতে হবে। না হলে আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।

আরো পড়ুন

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *