নিউজডেস্কঃ আজ সকালে একাধিক দাবিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় অবরোধ করে আদিবাসী সেঙ্গেল অভিযান। আজ শনিবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবরোধ করে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসীরা। আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে। যদিও পরে প্রশাসনের সাথে কথা বলার পর অবরোধ তুলে নেয় তাঁরা।
সংগঠনের দাবি সমুহ
উত্তর দিনাজপুর জেলার সংগঠনের জেলা সভাপতি দুর্গা মুর্মু বলেন, দেশজুড়ে আজ চাক্কাজাম কর্মসূচি পালন হচ্ছে।
সংগঠনের দাবি প্রসঙ্গে বলতে গিয়ে দুর্গা মুর্মু বলেন, ১) আদিবাসী সম্প্রদায়ের প্রধান দেবতা মার্রাংগুরু যা পরেশনাথ পাহাড়কে তারা মানেন, সেই পাহাড়কে ঝাড়খণ্ড সরকার গত জানুয়ারি মাসে লিখিত আকারে জৈনদের হস্তান্তর করেছে বলে সংগঠনের দাবি। সেই পাহাড়কে দীর্ঘ দিন ধরে আদিবাসীরা মার্রাংগুরু বলে সেবা করছে। সেই পাহাড় অবিলম্বে আদিবাসী সম্প্রদায়কে ফেরত দিবে হবে।
২)আদিবাসী দের জন্য পৃথক সান্নাধরম কোড লাগু করতে হবে।
৩)সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের প্রধান ভাষা করতে হবে।
৪)আন্দামান ও আসামে আদিবাসীদের st তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে সহ একাধিক দাবি দাওয়া তুলে ধরেন।
কেন্দ্রী সরকারের পক্ষ থেকে এই দাবি গুলো মানা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে।