ওয়েবডেস্ক : মালদা জেলায় আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ কর্মসূচিতে আটকে পড়ল দূরপাল্লার ট্রেন।
।মালদহের আদিনা স্টেশনে আদিবাসী সিঙ্গেল অভিযানের সমর্থকরা রেল রোকো অভিযানে সামিল হয় আজ শনিবার। ছয় দফা দাবি দাওয়া নিয়ে তাদের এই রেল অবরোধ।
আটকে দূরপাল্লার বহু ট্রেন
শেষ পাওয়া খবর অনুযায়ী, এ পর্যন্ত সামসীতে শতাব্দী এক্সপ্রেস ও একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেস,কুলিক এক্সপ্রেস কুমার গ্রাম স্টেশনে গৌড় লিঙ্ক, মালদা টাউন স্টেশনে নবদ্বীপ ধাম ও বালুরঘাট এক্সপ্রেস ফরাক্কাতে আটকে রয়েছে।
মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে রাজ্য ও রেল পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে।