নিউজডেস্কঃ রাজ্যের মিড ডে মিল নিয়ে বারংবার অভিযোগ জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিরোধী নেতা মন্ত্রীরা। এবার সমস্ত অভিযোগে সারা দিয়ে মিড ডে মিল নিয়ে বিশেষ অডিট তৈরি করতে চলেছে কেন্দ্রীয় দল  ক্যাগ । রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল মিড ডে মিলের তহবিলের অপব্যবহার করা হচ্ছে। একই অভিযোগ করছে ডান বাম সব দল। একই অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ক্যাগকে বিশেষ অডিট করার নির্দেশ দিয়েছে।

অডিটে নজর দেওয়া হবে যে বিষয় গুলোতে

এই অডিটে তিনটি বিষয়ের ওপর নজর দেওয়া হবে। ১) প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় গাইডলাইন মানা হচ্ছে কিনা।২) কিভাবে কেন্দ্রের নির্দেশিকা মানা হচ্ছে । ৩) মিড ডে মিলের টাকা অন্য কোন খাতে ব্যবহার করা হচ্ছে কিনা।

জেলায় জেলায় কেন্দ্রীয় টিম পরিদর্শনে রয়েছে

বিরোধীদের অভিযোগের পরেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যের বিভিন্ন জেলায় মিড ডে মিলের মান খতিয়ে দেখতে ঘুরে বেড়াচ্ছে। এই নিয়েও চলছে রাজনৈতিক তরজা।

শুরু হয়েছে রাজনৈতিক তরজা

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই নির্দেশ ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য। শাসক দলের অভিযোগ, এই নির্দেশ নিশ্চিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।বিজেপি ইচ্ছে করে রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতে এই সব করছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *