ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একাধিক দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ বাজারে। আগুনের কা্রণ সম্পর্কে স্হানীয় ব্যবসায়ীরা অনুমান জড়ো করা আবর্জনা থেকেই এই আগুন লাগতে পারে।জানা গেছে, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পায় স্হানীয়রা।
আসে দমকলের তিনটি ইঞ্জিন
আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পরে। প্রথমে স্হানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়িতে ও ইসলামপুর দমকল বাহিনীকে। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমাণ লক্ষাধিক
এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় জুতোর দোকানি মহম্মদ নিসার আলম জানান, তাঁর দোকানে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে গেছে প্রায় এক লক্ষ টাকার মাল। আগুন লাগার কারন খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।