ওয়েবডেস্ক: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক একাদশ শ্রেণীর ছাত্রী। তাকে খুঁজে দেবার অর্জি নিয়ে পুলিশের দ্বারস্থ পরিবার। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ীর জটিয়াকালি এলাকার নিপানিয়া গ্রামের ঘটনা।
দর্জির দোকানে যাবার নাম করে বেরোয় সে
পরিবার সূত্রে খবর, নিখোঁজ ময়না খাতুন(১৮) ফুলবাড়ী হাই স্কুলের ছাত্র। সোমবার বিকেলে কাপড় সেলাই করতে সে দর্জি র দোকানের দিকে যায়। তার সাথে তার ভাইঝিও ছিল। কিছুটা যাবার পর সে তার ভাইঝি কে সোয়েটার পরে আসতে বলে। তারপর থেকেই নিখোঁজ সে।
৫০০০ টাকা অন্যের একাউন্টে ট্রান্সফার করে ওইদিন
তার পরিবারের সদস্যরা জানান যে নিখোঁজ হবার দিন সে তার ব্যাংক একাউন্ট থেকে পূর্ব মেদিনীপুরের একটি ব্যাংক একাউন্টে পাঁচ হাজার টাকা ট্রান্সফার করে। বিষয়টি পরিবারের সদস্যরা এন জে পি থানায় জানিয়েছেন। পরিবারের আশঙ্কা, মেয়ে পাচার চক্রের খপ্পরে পড়তে ময়না।