নিউজডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর তারই প্রাক কালে মালদায় হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন ঘিরে উত্তেজনা। তৃনমূলের গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র রতুয়া থানার বাটনা এলাকায়। বোমাবাজি ও একাধিক মোটর বাইক ভাঙচুর চালায় তৃণমূলেরই কর্মী সমর্থকেরা। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে উপস্তুিত হয় রতুয়া থানার পুলিশ বাহিনী।
আদালতের নির্দেশে আজ ভোট হয়
জানা গেছে ,গত ২৯ শে জানুয়ারি রতুয়া বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের দিনক্ষণ ঠিক থাকলেও পর্যাপ্ত পরিমান পুলিশের অভাবে বাতিল হয় নির্বাচনের নির্ঘণ্ট। পরে আদালতের নির্দেশে রবিবার শুরু হয় বাতনা হাই মাদ্রাসার পরিচালন সমিতি নির্বাচন। সকাল থেকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দান শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তপ্ত হয় এলাকা।
ছাপ্পা ভোটের অভিযোগ তৃনমুলের দুই গোষ্ঠীরই
ভোট শুরু হতেই ছাপ্পা ভোটের অভিযোগ তুলছে পক্ষ বিপক্ষ গোষ্ঠী। ব্যাপক উত্তেজনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর র্যাফ ও পুলিশ বাহিনী।জানা গিয়েছে ছটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলেরই দুই গোষ্ঠি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে কিছু সময়ের মধ্যেই। গুলিতে আহত হয় মতিউর রহমান নামে এক গ্রামবাসী।
ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি ও মোটরবাইক। বোমা ও গুলির আওয়াজে কেঁপে উঠে।